সীমান্তে দুই দেশের নাগরিকদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক:
​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ঘাস কাটা নিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এই সীমান্ত এলাকায় গতকাল শনিবার সকাল ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়, চলে বিকেল ৩টা পর্যন্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে বিএসএফের জড়ানোর অভিযোগ পাওয়া গেলেও বিজিবির সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন বলেন, সকালে বাংলাদেশি এক নারী ভারতীয় ভূখণ্ডে ঘাস কাটতে যান। তখন জমির মালিক এলাকাবাসীকে নিয়ে তাঁকে আটক করেন। খবর পেয়ে বাংলাদেশি নাগরিকরা ভারতীয়দের ওপর চড়াও হয়ে ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে গাছ কাটে। বিএসএফ ফাঁকা গুলি ছোড়ে ও গ্যাসবোমা নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। মাইকিং করে বাংলাদেশিদের সীমান্তে যেতে বারণ করা হলেও তারা কথা শোনেনি।

সংশ্লিষ্ট ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, বিএসএফের সহযোগিতায় ভারতীয়রা বাংলাদেশের আমবাগান, বরইগাছ, ভুট্টা ক্ষেত নষ্ট করেছে। দুই দেশের নাগরিকরা দুই দিকে অবস্থান নিয়ে পাথর ছোড়াছুড়ি করেছে।ঘটনাস্থলে উপস্থিত শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, দুই দেশের নাগরিকরা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *