ফটিকছড়ির কাজিরহাট বাজারের দোকান ঘর দখলের পায়তারা
ফটিকছড়ি(চট্টগ্রাম)সংবাদদাতা: ফটিকছড়ির কাজিরহাট বাজারের দোকান জোরপূর্বক জবর দখলের পায়তারা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারের কামার গলির দোকান যা পূর্ব ভূজপুর মৌজার আর এস খতিয়ান নং- ৬৪৯, আর এস দাগ ৮২৮, বি এস খতিয়ান নং- ১, বি এস ২১৭৬ দাগের জমির পরিমাণ ১২ শতক জায়গা টি স্থানীয় জামায়াতের নেতা ভোগদখলের পায়তারা করছে। এই দাগের জায়গাটি খাস হওয়ায় মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি ইন্সপেক্টর চট্টগ্রাম ভূমি কার্যালয়ের অধিনে। এই জায়গা বিভিন্ন সময়ে সরকারকে খাজনা দিয়ে প্রায় ৫০ বছর যাবৎ ভোগদখল করে আসছে ভুজপুর এলাকার সুর্য্য মোহন কর্মকার। সুর্য্য মোহন কর্মকার এর ছেলে রামপ্রসাদ কর্মকার বলেন, আমার বাবা মৃত্যু বরণের পর থেকে এই জায়গা জোরপূর্বক ভোগদখল করার জন্য আমাকে এবং আমার ভাই সঞ্জয় কর্মকার, সাধন কর্মকার কে ভুমি দস্যুরা মেরে বেশ কয়েকবার রক্তাক্ত জখম করে এবং প্রানে মারার চেষ্টা করে । গত ১২ ডিসেম্বর ২০১২ ইং সালে আমরা ভূজপুর থানায় একটি অভিযোগ করি তার পরথেকে ভুমিদস্যুরা আরও বেপরোয়া। সঞ্জয় কর্মকার বলেন, অভিযোগের পর আমাদের হুমকি দমকি অনেক সময় গায়ে হাত তুলেছে কয়েকদিন আগে আমাকে ব্যাপক মারধর করে আহত করেছে ও আমাদের অনুপস্থিতিতে উক্ত জায়গা তেলের ড্রাম ও অন্যান্য মালামাল সামগ্রী রেখে জোর করে কিছু জায়গা ইতি মধ্যে দখল করে নিয়েছে।তার পর আমরা গত ১৫ মে ২০১৫ইং তারিখে ভূজপুর থানার একটি মামলা দায়ের করি। দোকানঘর দখলের বিষয়ে জানতে চাইল। ভূজপুর থানার এস আই হেলাল উদ্দিন বলেন, উক্ত ঘর্টনায় ভূজপুর থানায় দুই জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬ তারিখ ১৫/০৫/২০১৫ ইং। মামলা টি এখনো তদন্তাধীন রয়েছে ।