তুরাগের ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ’ সুলতান গ্রেপ্তার

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
পুলিশের তালিকায় থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমরান হোসেন ওরফে সুলতান (৩৫) ও তার আরেক সহযোগী মো. সাজু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উত্তরা দিয়াবাড়ি ১৮ নম্বর সেক্টর পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। আটক সুলতান তুরাগ থানা ১৮ নম্বর সেক্টর চান্দুরা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। কিশোর গ্যাং সৃষ্টির মধ্য দিয়ে ২০১৬ সালের দিকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাৎ খান কালের কণ্ঠকে বলেন, সম্প্রতি তুরাগ থানায় সন্ত্রাস-চাঁদাবাজির উৎপাত কমাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তুরাগ থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের একজন মো. সুলতান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সুলতানের বিরুদ্ধে হত্যা মামলা, সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, সুলতানকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে তুরাগ থানায় আরো একটি মামলা করা হয়েছে। প্রয়োজনের তথ্য শেষে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে তুরাগ থানায় মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সুলতান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে ছাত্র জনতার ওপর হামলাও চালান তিনি। পরে আত্মগোপনে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *