স্কচটেপ মোড়ানো ৪১ পোঁটলা ইয়াবা মিললো পায়ুপথে

ভ্রাম্যমান প্রতিনিধি

বিমানযাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৫ জানুয়ারি) তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শাহ আলম শেখ (৪১)। তার কাছ থেকে ২০০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সন্ধ্যায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ইএ-৪৩৪ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে শাহ আলমকে বিমানবন্দর বলাকা ভবন এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলিতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১টি বস্তুর সন্ধান মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *