সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ
সিলেট প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসাকে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সংলগ্ন তিন রাস্তার মুখে অবৈধভাবে সরকারি রাস্তার ওপর গেট নিমার্ণ করা হয়েছে। গেট নির্মাণকারী ক্ষমতাশালী ব্যক্তি হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকাবাসীর কোনো কিছুই করার ক্ষমতা নেই। আমরা এলাকাবাসী তাদের সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানাই। তারা জোরপূর্বক রাস্তার ওপর গেট নিমার্ণ শুরু করে এবং এলাকাবাসীকে নানানভাবে হুমকি দিয়ে আসছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর প্রতি আহ্বান জানানে হলো।অভিযোগ পাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করে উপজেলা নিবার্হী অফিসার সুনন্দা রায় বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।