দোহার থানার মাদক বিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি গ্রেফতার
মশিউর রহমান ঃ
ঢাকা এর দোহার থানার ,এফআইআর নং-৭, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৫; জি আর নং-৭, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৫; সময়- ০০:১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আসামী ১। মোঃ জুয়েল রানা শেখ (৩৯), পিতা-শেখ ছাহের উদ্দিন, ঠিকানা: স্থায়ী: (সাং- দক্ষিন জয়পাড়া, দোহার পৌরসভা, ০৪নং ওয়ার্ড, হাজী বাড়ির পাশে, ) , উপজেলা/থানা- দোহার, জেলা -ঢাকা, বাংলাদেশ থানা-দোহার, জেলা-ঢাকা, ২। মোঃ মিঠু শেখ (৪০), পিতা-মৃত মোস্তফা শেখ, , মাতা-মমতাজ বেগম, , ঠিকানা: স্থায়ী: (বেগম, সাং- জয়পাড়া খাড়াকান্দা মোড়, দোহার পৌরসভা, ০৪নং ওয়ার্ড, ) , উপজেলা/থানা- দোহার, জেলা -ঢাকাদ্বয় অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১২/০১/২০২৫ তারিখ আসামীদের কাছ থেকে ২৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান আছে।