নগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনা জেলার দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে এক কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় দৌলতপুরের মানিকতলা মোড় হতে গাঁজাসহ মোঃ আল আমিন হাওলাদার (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ওই থানাধীন পশ্চিম সেনপাড়া এলাকার জনৈক মোঃ সুলতান হাওলাদারের ছেলে। অপরদিকে, একই রাতে খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকা হতে মোঃ হোসাইন শেখ ওরফে আল হোসাইন (৩১) নামে আরেকজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে দিঘলিয়া উপজেলার লাখোহাটি এলাকার মৃত: আনসার শেখের ছেলে। মাদকের উৎস এবং কারবারে জড়িত অন্য সদস্যদের সম্পর্কে জেনে গ্রেফতারের চেষ্টায় আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।