সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিত

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে করা খেলাপি ঋণের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপি ঋণ আদায়ে ২০২৪ সালের ২১ নভেম্বরে অর্থঋণ আদালতে একটি মামলা করে ব্যাংক এশিয়া লিমিটেড আগ্রাবাদ শাখা। পরে ২৬ নভেম্বর ক্রোকাবদ্ধের দরখাস্ত দিলে আদালত শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।

ক্রোকাবদ্ধের আবেদনে বাদীপক্ষ উল্লেখ করেন, আরামিট সিমেন্ট কোম্পানির নামে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকের কাছে আসামিদের কোনও স্থাবর-অস্থাবর সম্পদ দায়বদ্ধ নেই। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আসামিরা দেশত্যাগ করেছেন বলে শোনা যায়। আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আরামিট সিমেন্ট কোম্পানির নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বহদ্দারহাট শাখায় একটি ব্যাংক হিসাব রয়েছে যার নম্বর-০৭৯১১০১০০০০০০০৩৮। হিসাবটি ক্রোক না করা হলে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে।

ব্যাংক এশিয়া লিমিটেডের অর্থঋণ আদালতে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও আসামি করা হয়েছে- তার স্ত্রী রুখমিলা জামান, আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, পরিচালক ওয়ারাসুজ্জামান চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ, শফিকুল ইসলামকে।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, আদালত আরামিট সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটির গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *