মুন্সিগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে রেকটিফাইড স্পিরিটসহ ০১ জন গ্রেফতার
মশিউর রহমান ঃ
অদ্য ০৮ জানুয়ারি , ২০২৪ ইং তারিখে মুন্সীগন্জ এর উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে পরিদর্শক সাহিদা বেগম স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এর অভিযানিক টিম মুন্সিগঞ্জ সদর থানাধীন জোড়পুকুর পাড় গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১।নারগিস বেগম(৪৭)(গ্রেফতার)২। মো:আ:রহিম (৬৫)(পলাতক) আসামিদের কে ৬৫ ( পঁয়ষট্টি ) বোতল রেকটিফাইড স্পিরিট সহ গ্রেফতার করা হয়।
পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।