বেনাপোল সীমান্তে তরুণী উদ্ধার, পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি: পাসপোর্ট যাত্রী হিসেবে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবন থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারী হলেন- যশোরের মনিরামপুরের মহাদেবপুর গ্রামের কৃষ্ণপদ ঘোষলের ছেলে শুভঙ্কর ঘোষল (৩২)।
(৩ জুলাই) বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাচারকারী ও উদ্ধার হওয়া তরুণীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানায়, এক নারী ও এক পুরুষ বেনাপোল ইমিগ্রেশন ভবনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দেয়। কিন্তু তাদের পাসপোর্টে ছেলেটি হিন্দু ও মেয়েটি মুসলিম হওয়ায় সন্দেহ বাড়ে।এ সময় পরিবারের কাছে খোঁজ-খবর নিয়ে দেখা যায় তারা মিথ্যা কথা বলছে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে পাচারের উদ্দেশে ছেলেটি প্রেমের ফাঁদে ফেলে ভারতে নেওয়ার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।