গোলাম ফারুকের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।

যাদের উদ্দেশ্য ভিন্ন, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে : তারেক রহমান
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক দেশে-বিদেশে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করার অভিযোগ অনুসন্ধানাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *