বটিয়াঘাটা উপজেলা কড়িয়া গ্রামে ধানের পালায় আগুন।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা
বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমির পুর ইউনিয়নেন ৮ নং ছোট কড়িয়া গ্রামের এডভোকেট আকরাম হোসেনের বর্গা চাষী মোঃ সালাউদ্দিন শেখ, খান জাহান আলী ফকির, সকলে একই এলাকার অকরাম হোসেনের বর্গা চাষী, ধান কেটে কড়িয়া গ্রামের রাস্তার পাশে একটি ভিটাই এক থেকে দেড়শ মন ধানের পালা করে রাখে। শুক্রবার আনুমানিক রাত ১ টার দিকে কে বা কাহারা রাতের আঁধারে আগুন ধরিয়ে দেয়। তাতে মালিক ও বর্গা চাষী দের ১৫০ মনের মত ধান ও কুটা নস্ট হয়েছে বলে জানান। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বটিয়াঘাটা থানায় অভিযোগ প্রস্তুতি চলছিল।