শেরপুরের নকলায় জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোট ৮টি দলের অংশগ্রহণে জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম আসরের উদ্বোধন করা হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
টুর্ণামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহবায়ক শাহ অভি।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, জেলা বিএনপি’র সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রাব্বেনুর চৌধুরী প্রমুখ।
ওইসময় বিএনপি নেতা মোনায়েম সরকার, হান্নান সরকারসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. মামুন মিয়া, মাজেদুল হক সুমন ও রায়হান উদ্দিন মাস্টার, সুধীজন এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় আম্পায়ার পাপ্পু টস দিয়ে খেলা শুরু করেন। খেলায় এসএসসি ব্যাচ ২০২০ ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৬ রান সংগ্রহ করে। প্রতিপক্ষ দল বাদাগৈড় টিম ৬ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৫ রান সংগ্রহ করে।
খেলায় মোবারক হোসেন ২৭ রান এ ১ উইকেট পেয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন।
টুর্ণামেন্টের আয়োজক নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮-২০২০ ব্যাচ।
সার্বিক সহযোগিতায় রয়েছে নকলা পৌর ছাএদল ও কলেজ শাখা ছাএদল।