চৌগাছা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৩ (তিন) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মশিউর রহমান : যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশক্রমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালানসহ গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষ্যে ইং ১৬/১২/২০২৪খ্রিঃ বিকাল ১৭.১৫ ঘটিকায় চৌগাছা থানা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ মেহেদী হাসান মন্নু ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন টেঙ্গুরপুর মোড় এলাকা হতে মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আমিন ব্যাপারী, সাং-নরহদী, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিানইদহ কে ০৩(তিন) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্ৰেফতার করেছে।
পরবর্তীতে এসংক্রান্তে চৌগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।