চাঁদপুর সদর থানা, শাহরাস্তি থানা ও কচুয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেন: চাঁদপুর সদর মডেল থানা, শাহরাস্তি থানা ও কচুয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ,মোঃ বাহার মিয়া, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার, মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

অন্যদিকে শাহরাস্তি থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানা, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশেদুল হক চৌধুরী। এছাড়াও অফিসার ইনচার্জ, কচুয়া থানা নেতৃত্বে কচুয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয় মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে চাঁদপুর জেলা পুলিশ।

এ সময় স্থানীয় ব্যবসায়ি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করা হয়।জনসাধারন প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *