সাপাহারে এসএসসি ও সমমান পরীক্ষায় আবারো আলহেলাল ইসলামী একাডেমী স্কুল শীর্ষে
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : ২০১৫সালের অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় আবারো সাপাহার উপজেলার মধ্যে উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী স্কুল শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে পাইলট উচ্চ বিদ্যালয়।
সাপাহার উপজেলায় এবারে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পর্যায়ে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আলহেলাল ইসলামী একাডেমী স্কুল হতে ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ৪২জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ শতভাগ ছাত্র ছাত্রী উত্তীর্ন হয়ে উপজেলায় শীর্ষস্থানে রয়েছে। পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১১৩জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭জন জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী উর্ত্তিন হয়েছে। এছাড়া এবারে উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ন হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে বলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও শিক্ষানুরাগী মহল জানিয়েছেন।
উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসালামী একাডেমী স্কুলটি এসএসসি ও জেএসসি পরীক্ষায় উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।