বিএমএসএফ, নকলা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুর রহমান : ৪ নভেম্বর ২৪ সোমবার নকলায় মুক্তমঞ্ছের মাঠে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর নকলা উপজেলা শাখা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক সম্পাদক মো:মামুন মিয়ার সঞ্চালনায়, সম্মানিত সদস্য ও সুনামধন্য সাংবাদিক মো: লিটন মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মো: আমিনুল ইসলাম।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পর্যালোচনা করা হয়। এসময় সদস্য জয়নাল আবেদীনকে বিএমএসএফ সম্মানিত সভাপতি জনাব শফিউজ্জামান রানার নামে মিথ্যা অপবাদ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয় ।

বিএমএসএফ এর সাম্মানিত সভাপতি জনাব শফিউজ্জামান রানা সংগঠনের সকলের উদ্দেশ্যে বলেন সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, এ পেশায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে খবর প্রচার করতে হয় ।
সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে একজন সাংবাদিকের উপর বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত আসতে পারে, এ সবকিছু উপেক্ষা করে একজন সাংবাদিক কে তার পেশাদারিত্ব কাজ করতে হয় । তিনি আরও বলেন, আমার সংগঠনের সকলের প্রতি আহ্বান থাকবে, নকলা উপজেলার বিএমএসএফ এর কার্যক্রম সারা বাংলাদেশে মাইলফলক হয়ে থাকবে ।
তিনি আরও বলেন, বাংলাদেশে (বিএমএসএফ) এর ১৪ দফা দাবি আদায়ের লক্ষে সকলকে ঐক্য বদ্ধ থেকে কাজ করার অনুরোধ জানান।

সাংগঠনিক বিষয়ে বক্তব্যে জনাব মামুন মিয়া বলেন (BMSF) সংগঠন একটি অরাজনৈতিক পেশাদার সংবাদিকদের সংগঠন। এই সংগঠনে থেকে যারা সাংবাদিকতা করবেন তারা অবশ্যই প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নকলা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মো:ফিরোজ উদ্দিন, জহিরুল ইসলাম, রকিব হাসান রবিন, আসিফ আলম চমক, ইমন হাসান সুইট, রাইসুল ইসলাম রিফাত, সজিব মিয়া, আইনুল নাইম, সাখাওয়াত হোসেন সোহেল,ডা: মো: আতাহার আলী ও মো: মাহদী হাসান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য মো: আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সুধীজন।

উক্ত আলোচনা সভায় বিএমএসএফ এর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সকলকে অবহিত করা হয়এবং সকলে ঐক্যমত ও দলবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে।এসময় উপস্থিত বক্তারা সাংবাদিকদের সাহসিকতার সাথে যথা সময়ে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।সর্বোপরি সকলের বিভিন্ন গ্রহণযোগ্য মতামত গৃহীত হয় এবং মধ্যান্যভোজ এর পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *