ঘোড়াঘাটে ভুল চিকিৎসা দিয়ে ৬টি গরু মেরে ফেলল পশু হাসপাতালের বি,এফ,এ, আনিসুর রহমান
ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে ইফতেখার আহমেদ খান বাবু :
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুল চিকিৎসা দিয়ে ৬টি গরু মেরে ফেলল পশু হাসপাতালের বি,এফ,এ আনিসুর রহমান। জানা যায়, ঘোড়াঘাট পশু হাসপাতালের বি,এফ,এ আনিসুর রহমানের ভুল চিকিৎসায় ৩ লক্ষ টাকা মুল্যের ৬টি গরুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে ঘোড়াঘাট উপজেলা প্রাণি সম্পদ অফিসের বি,এফ,এ, আনিসুর রহমান, সে উপজেলার হায়দারনগর গ্রামের ইমরান খানের ৬টি গরুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ইনজেকশন পুশ করেন। ওই মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ইনজেকশন করার পর থেকেই গরুগুলোর মুখ দিয়ে লালা পড়া শুরু হয়। এর এক পর্যায়ে ২/৩ঘণ্টার মধ্যেই গরুগুলোর মৃত্যু ঘটে। এ ব্যাপারে ইমরান খান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ করলে পুলিশ মৃত্যু গরুগুলোর এক টুকরো করে মাংস কেটে দিনাজপুর মর্গে প্রেরণ করেছে পরীক্ষা নিরীক্ষার জন্য। ডাক্তারী পরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে থানা থেকে জানানো হয়।