মতলবে বাল্য বিবাহ বন্ধ বরসহ ৩ জনের কারাদন্ড

মো: খোরশেদ আলম : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রী ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল। বিবাহ বন্ধ এবং বরসহ তিনজনকে আটক করা হয়। তাদের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার তালতলী গ্রামের প্রবাসী রেজাউল করীমের মেয়ে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বর ও বরযাত্রী বাড়ি হাজির হয়। বাঁধ সাদে মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম। নিজে ওই বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে রব ও কনে পক্ষের লোকজনকে অবহিত করেন। তারপরও তারা বিয়ের প্রস্তুতি নিলে বর বড় দূর্গাপুর গ্রামের মো. নূর বক্স ঢালী (২৫), বরের চাচাতো ভাই মো. সুলতান ঢালীর ছেলে খোরশেদ আলম (৪৫) ও কনের ফুফা তালতলী গ্রামের মো. আমজাদ আলী দর্জীর ছেলে বোরহান দর্জী (৫৬)কে আটক করে। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের মোবাইল কোর্ট আইন, ২০০৯এর তফসীলভুক্ত বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ সনের ৬ ধারায় দোষী সাবস্থ করে উভয়কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *