ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
জাহিদুর রহমান তারিক : ঝিনাইদহে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট চলছে। জেলা থেকে ঢাকাগামী পরিবহন সহ দুরপাল্লা ও স্থানীয় সকল রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এদিকে ধর্মঘটের কারনে যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে না পারায় স্বীকার হতে হচ্ছে বিড়ম্বনার।
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জল বিশ্বাস জানান, গত মঙ্গলবার ফরিদপুরে সোহাগ পরিবহনে ডাকাতির ঘটনায় মধুখালি থানা পুলিশ চালক ও হেলপারকে আটক করে। তাদের আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে অনির্দিষ্ট কালের এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে যশোরে প্রশাসনের সাথে শ্রমিক নেতাকর্মীদের আলোচনা ফলপ্রসু না হওয়ায় আজ সকাল ৬ টা থেকে ঢাকাগামী পরিবহন সহ দুরপাল্লা ও অভ্যন্তরীন সকল রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।