ছাগলকাণ্ডের পর খোঁজ মিলছে না মতিউরের স্ত্রী লায়লার
ডেস্ক রিপোর্ট: ছাগলকাণ্ডের পর থেকে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। কার্যালয়ে আসছেন না তিনি। বাড়িতেও তার দেখা মিলছে না। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসানের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিলেও অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান লায়লা কানিজ। পরিষদে তার কক্ষটিও ছিল তালাবদ্ধ। উপজেলা পরিষদের কর্মকর্তারা বলছেন, ঈদের দুই দিন আগে সর্বশেষ অফিস করেছেন লায়লা কানিজ। ঈদের ছুটি শেষে এ পর্যন্ত একবারের জন্যও কার্যালয়ে আসেননি তিনি। তাদের ধারণা, তিনি ছাগলকাণ্ডে বেশ বিব্রত। সাংবাদিকেরাও বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে তার কার্যালয়ে এসে খোঁজাখুজি করছেন। রায়পুরার ইউএনও ইকবাল হাসান বলেন, ব্যক্তিগত কারণে তিনি আজ আসতে পারবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু কবে আসবেন তা বলেননি, কোনো ছুটিও নেননি। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার নামে-বেনামে রয়েছে অঢেল সম্পদ। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কীভাবে তিনি এত সম্পদের মালিক বনে গেলেন—এ নিয়ে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে।