ভোলাহাটে যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

Photowwyyyভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় রিপার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ১নং সদর ইউনিয়নের ফুটানীবাজার মহিলা রাস্তা সংলগ্ন সাইদুলের ধানের জমির রিপার যন্ত্রের সাহায্যে ধান কাটার শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম, আবুল কাশেম, মাসিরুল ইসলাম, আজিজুল ইসলাম, সৈয়দ সাগর আলী। কৃষকদের মধ্যে সাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাতাবুর রহমান, সাইদুল হক, ইউসূফ আলী, আব্দুল করিম ও মোস্তাক আলী প্রমূখ। কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ এ প্রতিবেদককে বলেন, ইঞ্জিন-হোন্ডা ও রিপার-ভিয়েতনামের যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল ধান কাটাই ১ঘন্টায় ২৫ কাঠা জমির ধান কাটাই করার সম্ভব এবং এতে করে কৃষকদের আর্থিকভাবে লাভবান ও স্বল্প সময়ের মধ্যে ধান কাটাই করা যায়। রিপার যন্ত্রের মাধ্যমে ধান কাটাই অনুষ্ঠানে প্রধান অতিথি সদর চেয়ারম্যান ইয়াজদানী জর্জ বর্তমান সরকারের আধুনিকায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ রিপার যন্ত্রের ভুয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *