উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির উপর হামলার প্রতিবাদে ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইলে কালিহাতীতে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক ভূইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলা হাসপাতাল গেট এলাকায় ঘটনা ঘটে৷ এ দিকে এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ জানায়, শুক্রবার বিকেলে সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান হোসেন হাজারী তার বাসায় নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলো৷ এ খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী ও তার ছেলে আর্দশ সিদ্দিকীর নেতৃত্বে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়৷ এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়ার উপর হামলা ও তার গাড়ি ভাংচুর করা হয়৷

হামলার উপজেলা আওয়ামী সদস্য কামরুল ইসলাম, পাইকড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জাকিরসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরে এ ঘটনার প্রতিবাদে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিকেল ৫ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মী।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা বলেন, সাবেক সংসদ সদস্যের বাসায় যাওয়ার সময় এ হামলা করা হয়৷ এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে৷ এ ঘটনার মামলার প্রস্ততি চলছে৷

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক বলেন, বিজয়ী আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মালেক ভূইয়ার উপর হামলা করে এসময় গাড়ি ভাংচুর করে তারা। এখনো কোন অভিযোগ পায়নি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী ছিল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী। নির্বাচনে আজাদ সিদ্দিকী বিজয়ী হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *