র্যাংকিংয়ে ৬ নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের
ঢাকা: বাংলাদেশের সামনে র্যাংকিংয়ে বিরাট উন্নতি করার সুযোগ রয়েছে। এক লাফে মাশরাফি বিন মুর্তজার দল উঠে যেতে পারে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের ছয় নম্বরে। তবে যত সহজে কথাটা বলা গেল কাজটা ততই কঠিন। পাকিস্তানকে বাংলাওয়াশ করা গেলেও ভারতকেও একই কায়দায় বাংলাওয়াশ করা সম্ভব কী?
যদি বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে মাশরাফিরা উঠে যাবে ছয় নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জেতা বাংলাদেশের অবস্থান এখন র্যাংকিংয়ের আট নম্বরে। বাংলাদেশ যদি ভারতের সঙ্গেও ৩-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে আরও ৮ রেটিং পয়েন্ট যোগ হবে। তখন মোট রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৬। বর্তমানে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে, ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান র্যাংকিংয়ের ছয় নম্বরে।
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও র্যাংকিংয়ে উন্নতি ঘটবে বাংলাদেশের। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৩। ক্যারিবিয়ানদের পেছনে ফেলে মাশরাফির দল উঠে যাবে সাত নম্বরে।
প্রসঙ্গত, একমাত্র টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ধোনি ও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডেতে ধোনি এবং টেস্টে বিরাট কোহলি দলকে নেতৃত্ব দিবেন।