ফকিরহাটে এক যুবককে হত্যার উদ্দেশ্যে অপহরন : আহত অবস্থায় রূপসায় উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার লকপুরের বড়খাজুয়া এলাকার মো: মনির হাসান (৩০) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপ কর্তৃক হত্যার উদ্দেশ্যে অপহরন করে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত মনিরকে মারাত্বক জখম অবস্থায় রূপসার সামন্তসেনা এলাকা থেকে পুলিশ উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরন করে। স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার জানায়, বড়খাজুরা গ্রামের দিনআলী মোড়লের পুত্র মোঃ মনির হাসান গত ১৯ মে রাত আনুমানিক ১০টায় বাড়ী থেকে পার্শ্ববর্তী এক বাড়ী যাওয়ার পথে দুইটি মটরসাইকেলযোগে আসা ৪/৫জন সন্ত্রাসী মনিরের গতিরোধ করে। এরপর সে কিছু বুঝে উঠার আগেই তাকে সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে কষ্টটেপ দিয়ে মূখ বেধে জোরপূর্বক মটরসাইকেলে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখান থেকে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপটি মনিরকে নিয়ে রূপসা উপজেলার সামন্তসেনা এলাকার একটি ফাঁকা মাঠের ভেতর নিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলাই আঘাত করে। মনির হাসানের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যেতে সক্ষম হয়। গভীর রাতে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে এসে কষ্টটেপ দিয়ে মুখ বাধা ও মারাত্বক জখম অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষনিক এ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে সে উক্ত হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছে। মনির হাসান ও তার পরিবারের জান ও মালের ক্ষতির আশংকায় সম্প্রতি সে ফকিরহাট থানায় একটি সাধারন ডায়েরী ও আদালতে একটি সাতধারা করেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ বা মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।