১৩ ঘণ্টায়ও নেভেনি গজারিয়ার সুপার বোর্ড কারখানার আগুন

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের গজারিয়ায় টি কে গ্রুপের সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় ১৩ ঘণ্টায়ও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। উপজেলার জামালদি ইউনিয়নের এই কারখানাটির অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় বৃষ্টি আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক সহায়তা করে। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর আবারো আগুন জ্বলে উঠে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানাটির ৭ জন কর্মী। এদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গাজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভানো হম্ভব হয়নি। দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা যাবৎ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে রবিবার দুপুর ১টার দিকে মেঘনা নদীর পারে প্রতিষ্ঠানটির পাটের গোডাউনে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এক এক করে স্থানীয়সহ নারায়ণগঞ্জ, দাউদকান্দি ও ঢাকাসহ বিভিন্ন এলাকার ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় নদীর তীরে নোঙর করে থাকা পাটখড়ি বোঝাই ৩টি ট্রালারেও আগুন লেগে যায়।
এদিকে কি কারণে আগুন লেগেছে তা জানতে জেলা প্রশাসকের এডিএমকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *