দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি রয়েছে, চাঁদা তুললেই ব্যবস্থা: ডিএমপি

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী যে নামেই চাঁদা আদায় করুক না কেন, সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপি কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশে জিরো টলারেন্সে রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, এসব চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মার্চ) ডিএমপি সদর দপ্তরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্তে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ফলোআপ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সব সময় তৎপর রয়েছে ডিএমপি।

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের সঙ্গে যেসব সংস্থা সংযুক্ত রয়েছে তাদের সবার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ডিএমপি। সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাণিজ্য মন্ত্রণালয়, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিজিএফআই, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *