বেনাপোল সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর তিন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
আজ (মঙ্গলবার) দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে এদের ফেরত দেয় বিএসএফ।
এরা হলেন, যশোর বাঘারপাড়ার রজব আলী মোল্লার মেয়ে পলি (১৬), মটবাড়িয়া গ্রামের দেবেন্দ্র সরকারের ছেলে সম্ভু সরকার (২০) ও ঢাকার মিরপুরের আব্দুর রাজ্জাকের ছেলে কামাল (২৫)।
বিজিবি জানায়, পাচারকারীরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে। পরবর্তীতে মানবিক কারণে থানা হাজতে না পাঠিয়ে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগ দিয়ে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দের প্রস্তুতি চলছে।