জমি নিয়ে বিরোধে দু’গ্রুপে সংঘর্ষ রাজাপুরে বসতঘরে হামলা-ভাঙচুর, স্কুল ছাত্রীসহ উভয় পক্ষের আহত ৭, আটক ২
রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরের মধ্য বাজারে সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের বসতঘরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও এক স্কুল ছাত্রীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। তাৎক্ষনিক পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনা স্থল থেকে ইউনুচ গাজি ও মিন্টু খান নামে ২ জনকে আটক করেছে। আহতরা হল- ইউনুচ গাজি, তার স্ত্রী তাসলিমা বেগম, মেয়ে ফ্যান্সি আক্তার ও রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মিম আক্তার এবং অপর পক্ষের মিন্টু খান, আল আমিন, শিশু জান্নাতি। ইউনুচ গাজির মেয়ে ফ্যান্সি আক্তার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল রোববার বাড়িতে কেহ না থাকার সুযোগে তাদের গোসলখানা ও গভীর নলকূপ ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানা থেকে সদর ইউপি চেয়রম্যানসহ ২ জনকে শালিস মানিয়ে দেয়া হয়। কিন্তু সোমবার সকালে আবারও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আল আমিনসহ প্রতিপক্ষরা পাকেরঘর, বসতঘরের দরজা ভাঙচুর ও তাদেরকে মারধর করে। মিন্টু খানের ছেলে ফিরোজ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, খালা শেফালি বেগমের কাছ থেকে এওয়াজ বদল করে বর্তমানে ওই জমি তারা ভোগ করছে। ওই জমিতে ট্যাংকি বসানোর জন্য প্রস্তুতি নিলে সকালে প্রতিপক্ষরা তাদের মারধর ও বসতঘরের জানালার গ্লাস ভাঙচুর করে। এ বিষয়ে এসআই বিপ্লব মিস্ত্রী জানান, এ ঘটনায় উভয় পক্ষের ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।