সংখ্যালঘুদের ত্রাস সেই মোর্শেদ গ্রেপ্তার
বগুড়া: শাজাহানপুরের আড়িয়া পালপাড়ার হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক মোরশেদ বাহিনীর প্রধান মোরশেদকে (৩৪) পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে।
সোমবার রাত ৩টার দিকে আড়িয়া বাজার বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে রোববার মোরশেদের ভাই তারাজুল ও তারাজুলের শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সি: সহকারি পুলিশ সুপার (বি–সার্কেল) গাজিউর রহমান জানান, মোরশেদ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে পালপাড়ার হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। মোরশেদ বাহিনীর লোকেরা বিভিন্ন সময়ে পালপাড়ার বাসিন্দাদের নিকট থেকে চাঁদাবাজি করতো। চাঁদা দিতে অস্বীকার করলে তার বাড়িঘর ভাঙচুর ও মারপিট করতো। এমনকি বিভিন্ন সময় পালদের তৈরি মাটির জিনিসপত্র ভাঙচুর এবং মূর্তি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
মোরশেদের কোনো দলীয় পরিচয় পাওয়া না গেলেও বিভিন্ন সরকারের সময় ক্ষমতাসিনদের ছত্রছায়ায় থেকেই তিনি এসব অপকর্ম করতেন বলে অভিযোগ রয়েছে। তার অত্যাচারে পালপাড়ার কয়েকটি পরিবার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
মোরশেদ বাহিনীর জুলুম–নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন সময় পালপাড়ার বাসিন্দারা বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয়া সত্ত্বেও পুলিশ মোরশেদকে গ্রেপ্তার করতে পারেনি। বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। রোববার সকালে পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম সরেজমিনে পালপাড়া পরিদর্শনে যান। তিনি সেখানকার নির্যাতিত মানুষের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ে সন্ত্রাসী মোরশেদকে গ্রেপ্তারে প্রতিশ্রতি দেন। পুলিশ সুপারের উপস্থিতিতেই পুলিশ মোরশেদের ভাই তারাজুল ও তারাজুলের শ্বশুরকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ সোমবার ভোর রাতে মোরশেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।