দোকানে ব্যবসায়ী পুড়ে অঙ্গার
নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে আগুনে পুড়ে আব্দুল হালিম (৮০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
শুক্রবার রাত ২টার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারের নূর জাহান মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল হালিম কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড রজবআলী মিয়াজীবাড়ির মৃত নূর বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের মধ্যে ঘুমিয়ে পড়েন চাপরাশিরহাট বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম। রাত ২টার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারের একটি দোকানে আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় দ্রুত ঘটনাটি কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসে জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নাহিদ ট্রের্ডাস, রকি অটোমোবাইল, সাইফুল কুল কর্ণার, খোকন হেয়ার সেলুন, লিটন এন্ড বার্দাস, আবুল কালাম স্টোর, বেলাল এন্ড সন্স ও মফিজ ভ্যান্ডর অফিস কক্ষ পুড়ে যায়। এসময় নাহিদ ট্রের্ডাসের ভিতরে ঘুমিয়ে থাকা আব্দুল হালিম আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।
আগুনে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দোকানগুলো পুড়ে অন্তত ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে প্রায় ২০লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– ক্ষতিগ্রস্ত দোকানগুলোর কোনো একটি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে।