নতুন চারলেন সড়ক উত্তরাঞ্চলের মানুষের সার্বিক উপকার বয়ে আনবে

01PPPPনকলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল : দৃষ্টি নন্দন ট্রানজিট সড়ক এখন পর্যটকদের যাতায়াত সুবিধা বয়ে আনবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণে অনেক সময় বনের ভিতর দিয়ে সড়ক তৈরী করতে দেখা যায়। কিন্তু এক্ষেত্রে মানুষের উপকার হলেও ক্ষতিগ্রস্থ হয় জঙ্গলের প্রাণী কুল। দীর্ঘ ৩ যুগ পরে লাখো মানুষের স্বপ্নের সেই অপেক্ষার সু-ফল পেতে চলেছেন মানুষ। এক সময়ের প্রভাবশালী মন্ত্রী অধ্যাপক আব্দুস সালাম বলেছিলেন নালিতাবাড়ী থেকে মার্বেল ছেড়ে দেবো নকলা এসে ঠেকবে। সেই সুযোগ্য রাস্তার জন্য নকলা-নালিতাবাড়ীর মানুষ অপেক্ষা করেছে ৩০ বছর। বর্তমানে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর প্রচেষ্টায় নকলা নাকুগাঁও সড়ক চারলেনে দ্রুত এগিয়ে যাচ্ছে একই সাথে শেরপুর সীমান্ত সড়ক চারলেনে ৫০ কিলোমিটার উন্নয়ন হচ্ছে। এই সড়ক উন্নয়নের ফলে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন ধারাকে পরিবর্তন করে দিতে পারে । শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা বলেন, নকলা নাকুগাঁও সড়ক রক্ষায় চেল্লাখালী রাবার ড্যাম এর অতিরিক্ত পানি বিপদ ডেকে আনতে পারে তা পানি ব্যবস্থাপনার মাধ্যমে রক্ষা করতে পারে। নির্মাণকারী প্রতিষ্ঠানের ম্যানেজার ইঞ্জিনিয়ার মনিরুল হক বলেন, সড়কটি শুধু বাংলাদেশেরই উপকার বয়ে আনবে না পাশিপাশি অন্যান্য ৬টি রাষ্ট্রের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, শিক্ষনীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হবে। মধুটিলা বনের ভিতর দিয়ে সড়ক তৈরী করায় বন সম্পদের সামান্য ক্ষতি হলেও উত্তরাঞ্চলের মানুষের জীবনে উন্নয়নের এক অভূতপূর্ব সাড়া জাগাবে মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *