আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০৬(ছয়) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার|| গ্রেফতার-০২(দুই) জন
মশিউর রহমান : চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ একরামুল হোসাইন, এসআই(নিঃ) মোঃ আমিনুল হক, এএসআই(নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ১৪.০৯.২০২৩ খ্রি: আনুমানিক ২২:২০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন জামজামি বাজারস্থ জামজামি যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সোহেল রানা(২০), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-ঝাউদিয়া (ব্রিজমোড়), থানা-ইবি, জেলা-কুষ্টিয়ার হেফাজত থেকে একটি চোরাই ডিসকভারি ১২৫ সিসি নীল কালো রংয়ের মোটরসাইকেল এবং ২। মোঃ রতন আলী(২০), পিতা-মোঃ তাইজাল মন্ডল, সাং-তৈলটুপি, থানা-হরিনাকুন্ডু, জেলা-ঝিনাইদহের হেফাজত হতে একটি চোরাই লাল কালো রংয়ের ১১০ সিসি টিভিএস মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যমতে অভিযানিক টিমসহ পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ঝাউদিয়া বাজারস্থ ব্রীজ সংলগ্ন জনৈক সুজনের চায়ের দোকানের সামনে থেকে ১৫.০৯.২০২৩ তারিখ রাত ০০.৩০ ঘটিকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া (ক) একটি ১১০ সিসি সবুজ রংয়ের টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল, (খ) একটি লাল কাল রংয়ের ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল, (গ) একটি লাল খয়েরী ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। পরবর্তীতে আসামীদ্বয়ের স্বীকারোক্তির ভিত্তিতে মোঃ আনিছুজ্জামান@লালন(৪৮), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-তৈলটুপি, থানা-হরিনাকুন্ডু, জেলা-ঝিনাইদহ এ/পি- পেয়ারাতলা (৫নং ওয়ার্ড), থানা ও জেলা-কুষ্টিয়ার আসামীদের ভাড়া বাসার সিঁড়ির বাম পাশের গ্যারেজ হতে রাত ০৩:৫০ ঘটিকায় (ঘ) একটি খয়েরী রংয়ের SUZUKI GIXER MONOTON মোটরসাইকেলসহ সর্বমোট ০৬(ছয়) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।