মোরেলগঞ্জে দাউরা খালের জনগুরুত্বপূর্ণ পুলটি ঝুঁকিপূর্ণ চরম দুর্ভোগে ১৭ গ্রামের মানুষ

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জের চন্ডিপুর দাউরা খালের জনগুরুত্বপূর্ণ পুলটি অত্যন্ত বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। যে কোন মূহুর্তে ভেঙে পড়ে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা ঘটতে পারে।একটি সেতুর অভাবে কয়েক যুগ ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১৭ গ্রামের মানুষ।
উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দাউরা খালের এ জনগুরুত্বপূর্ণ পুলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক সহ স্কুল কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এর একপাড়ে রয়েছে কমিউনিটি ক্লিনিক, সিংজোড়-চন্ডিপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অপরপাড়ে রয়েছে এস চন্ডিপুর দাখিল মাদ্রাসা, সিংজোড় -চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়,মধ্য চন্ডিপুর এবতেদায়ী মাদ্রাসা। জিয়ানগর,খেজুরতলা বাজার, পত্তাশী বাজার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গার লোকজন এ পুল দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। দূর্ঘটনার ভয়ে মহিলা ও শিশু শিক্ষার্থীরা পুলটি দিয়ে যাতায়াতে ভয পায়।
স্থানীয় বাসিন্দা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম বলেন, উন্নয়নে পিছিয়ে পড়া এ ইউনিয়নের চন্ডিপুরের দাউরা খালের জনগুরুত্বপূর্ণ এ পুলটি দীর্ঘ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। খালটি খড়স্রোতা। স্কুল -মাদ্রাসার শিশু ও ছাত্রীরা এ পুল পারাপার হতে পারেনা। যার কারনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পেয়েছে।
চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাস বুলু জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগ একাধিকবার পুলটি সংস্কার করা হয়েছিল। বর্তমানে পুলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলটি পুনঃনির্মাণের জন্য স্থানীয় এমপি সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবহিত করেছেন। সরকারি বরাদ্দ সাপেক্ষে পুনঃনির্মাণ কিংবা সংস্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *