সান্তাহারে ৪০০ পিস ইয়াবাসহ দুই বাস যাত্রী গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাসে তল্লাশি করে ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরকার পাড়া এলাকার এনামুল হকের ছেলে মোঃ সনি (৩২)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী জানান, শনিবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী একতা পরিবহন নামে একটি বাসে যাত্রীবেসে আসছিল দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি করা হয়। এসময় দুই যাত্রীর কাছে থেকে ৪০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।