বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ সজীব (১৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার ভারত সীমান্তবর্তী বেনাপোল রেল লাইন এলাকার শালবাগান পোস্টের নিকট থেকে ওই বালককে আটক করা হয়।
আটক যুবক খুলনার শেখ পাড়ার জাকির হোসেনের ছেলে।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন চোরাচালানি ফেনসিডিলের চালান নিয়ে বাংলাদেশে ঢুকছে। এ ধরনের সংবাদ পেয়ে বেনাপোলের শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ সজীব নামের এক যুবককে আটক করা হয়।
অপর দিকে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা রেল লাইন পোষ্টের নিকট থেকে ২৯০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
যশোর ২৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন ফেনসিডিলসহ এক যুবক আটকের সত্যতা নিশ্চিত করে জানান,মাদকসহ ওই যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।