মোল্লাহাটে ৭০টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন আরো ৭০টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম চতুর্থ পর্যায়ের ২য় ধাপ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য এ কার্যক্রম শুরু করেছিলেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণীর ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান। যা, সারা দেশের ন্যায় মোল্লাহাট উপজেলায়ও চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোল্লাহাটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সর্বমোট ৪১০টি ঘর নির্মাণ করা হয়েছে। যার মধ্যে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ৭৫টি এবং চতুর্থ পর্যায়ের ২য় ধাপে ৭০টি সর্বমোট ৪১০টি ঘর বসবাস উপযোগী করা হয়েছে। এরমধ্যে ৩৪০টি ঘর আগের ধাপ গুলোয় হস্তান্তর করা হয়। আগামী ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে মোল্লাহাটে ৭০টি ঘর হস্তান্তর করবেন।
উল্লেখ্য অত্র উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামে ৫৪টি ও আটজুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামে ১৬টি মোট ৭০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তরের জন্য যাবতীয় প্রস্তুত সম্পন্ন হয়েছে।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাম জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক ইমলাক শেখ ও আবদুল্লাহ ফারুক প্রমুখ।