মোল্লাহাটে বজ্রপাত প্রবন এলাকায় তালগাছ রোপন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাত প্রবন এলাকায় ১০ হাজার তালগাছ রোপন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা “বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছ রোপন” এর নিমিত্তে বাগেরহাট জেলায় ১ লক্ষ তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মোল্লাহাট উপজেলায় এ ১০ হাজার তালের চারা রোপণ শুরু হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও ইউপি চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ রোপন কার্যক্রম শুরু হয়। অত্র উপজেলা পরিষদ দিঘির পাড়ে ৩টি তালের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মনোরঞ্জন পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌধুরী ইমদাদুল হক ছুকু, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা ও শহিদুল ইসলাম প্রমূখ।