জামালপুর ১৩ জন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক খেলোয়াড় পদক অর্জন করায় তাদের সংবর্ধনা

ওসমান হারুনী,জামালপুর : জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে জামালপুরের ১৩ জন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক খেলোয়াড় পদক অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০জুন) দুপুরে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর পৌরসভা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পৌর মেয়র ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে ১১ জন স্বর্ণ, ১ জন রৌপ্য ও ১ জন ব্রোঞ্জ পদক অর্জন করে। তাদের এই অর্জন দেশ ও জেলার জন্য সুনাম বয়ে এনেছে তাছাড়া তাদের এই পদক বিজয় অন্যান্য খেলোয়াড়দের জন্য হবে অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *