ঝিনাইদহে ঘরজামাই খুন, শ্যালক আটক
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে শ্বশুরবাড়িতে রাজিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় তার শ্যালককে আটক করেছে।
রাজিব হোসেন (২২) যশোর সদর উপজেলার তেজরোল গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জের দামোদরপুর গ্রামের মৃত আদিল উদ্দিনের মেয়ে রিপা খাতুনকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। মুনসুর আলী বিশ্বাস অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে রিপা খাতুন ও তার ভাই তাজমিনুর রহমান মিলে রাজিবের অন্ডকোষ চেপে ধরে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে সংবাদ পেয়ে রাতে মুনসুর আলীর ছেলে রাজিবের লাশ বাড়িতে এনে থানায় সংবাদ দেন। মুনসুর আলী বিশ্বাসের অভিযোগ, রিপা খাতুন পরকীয়ায় জড়িত ছিল। এতে রাজিব বাধা দেওয়ায় সাংসারিক গোলযোগ সৃষ্টি হয়। এরপর পরিকল্পিতভাবে রাজিবকে খুন করা হয়।
যশোর কোতয়ালী থানার এসআই বিধান চন্দ্র বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী রিপা খাতুনের ভাই তাজমিনুর রহমানকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর রাজিব খুন হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।