আদমদীঘি আমিরুল হত্যা প্রধান দুই আসামী আ’লীগ থেকে বহিস্কার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার আলোচিত লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিরুল ইসলাম কে সালিশে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুই হোতা এক নম্বর আসামী শাহিন হোসেন ও দুই নম্বর আসামী তৌহিদুল ইসলাম কে সাময়িক বহিস্কার করেছে নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সেই সাথে কেন তাদের স্থায়ী বহিস্কার করা হবে না তার কারণ জানাতে ১৫ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নশরতপুর ইউনিয়নআওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ।
নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, নশরতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হোসেন এবং সম্পাদক মন্ডলীর সদস্য তৌহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে তাদের লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তারের মাধ্যমে গ্রাম শাসন করে আসছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজী লুটপাটসহ নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে। সর্বশেষ ২২ মার্চ ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে আমিরুল ইসলামকে সালিশে ডেকে আনে শাহিন। রাত সাড়ে ১০টার দিকে আমিরুল তার গ্রুপ প্রধান শাহিন-তহিদুলের সাথে চাঁদার দুই লাখ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই তাকে নির্মম ভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ জানান, শাহিন-তৌহিদুল তাদের লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার ছেলে খুন ঘটনা মামলার দুই প্রধান আসামী হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ায় স্থানীয় ভাবে দলের ব্যাপক দুর্নাম ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় আওয়ামী লীগ উপজেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু’র নির্দেশে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *