খুলনা পাইকগাছার হরিঢালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনিক বাবু সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং ব্যাণিজ্যে ব্যাস্ত। এলাকাবাসী অতিষ্ট।
ভ্রাম্যমান প্রতিনিধি : খুলনা জেলার পাইকগাছা থানাধীন হরিঢালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিক বাবু সরকারের নির্দেশনা অমান্য করে কোর্চিং ব্যাণিজ্যে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। ঘটনাটি সরজমিনে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় অদ্য ১৩ এপ্রিল ২০২৩ সকাল ৭.৩০ মিনিটের সময় দেখতে পায় প্রায় ২৫/৩০ জন ছাত্র, ছাত্রী নিয়ে কোচিং ব্যাণিজ্যে সহকারী শিক্ষক অনিক বাবু ব্যাস্ত আছে। তাৎক্ষনিক ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সকল ছাত্র ছাত্রী সহ অনিক বাবুর কোচিং ব্যাণিজ্যটি ক্যামেরা বদ্ধ হয়। ঘটনাটির বিবরণে এক সৌজন্য স্বাক্ষাতে অনিক বাবুব্যক্ত করে অত্যান্ত অভাবে তাড়নায় কোচিং করতে বাধ্য হয়েছি। আর কখনও সরকারের বিধি লঙ্ঘন করে এমন কোচিং ব্যাণিজ্যে ন্যাস্ত হব না ওয়াদা দিচ্ছি। সুতরাং আমাকে একবারের মতো ক্ষমা করুন। অতঃপর দুপুর ১২.০০টার মধ্যেই অনিক বাবুর অনেক শুভাকাঙ্খি অত্র অপরাধ তথ্যচিত্র পত্রিকার অফিসে মোবাইল ফোনের মাধ্যমে নানান হুমকি প্রদর্শন করত বিভিন্ন ভাষায় আচার আচরন করে যাহা লেখাও দুস্কর। তবে অনিক বাবু সরকারের বিধি লঙ্ঘন করে যে কোচিং ব্যানিজ্যটি চালাচ্ছে তাহাতে এলাকার সচেতন মহল মনক্ষুন্ন হয়ে ব্যক্ত করে সহকারী শিক্ষক অনিক বাবু অনেক লোভি। সেকারণে সে কোচিং ব্যাণিজ্যটিতে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাহা উপরের ছবিতেই পরিলক্ষিত হয়। অনিক বাবুর কোচিং ব্যাণিজ্যটি অপরাধমূলক সুতরাং ইহাতে তাহার শাস্তি হওয়া দরকার। (আগামীতে বিস্তারিত পত্রিকার পাতায় চোখ রাখুন)