পাবনার ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ব্যপক ক্ষতি ॥ ১৬জন আহত
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে আকষ্মিক এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে উঠতি ফসল সহ বহু ঘড়-বাড়ী, গাছ-পালার ব্যপক ক্ষতি অতঃপর ঝড়ের কবলে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামে ১৬জন আহত হয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার সকাল ৬টায় ফরিদপুর উপজেলা ও তার আশপাশের এলাকার উপর দিয়ে আধা ঘণ্টা স্থায়ী এক ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে যায়। ফলে বহু কাঁচা ঘড়বাড়ী, গাছপালা ও উঠতি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এ ঝড়ের কবলে পরে এ উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সী ১৬জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, এ উপজেলার রুলদহ গ্রামের জয়গণ খাতুন(৫০), আলম(২০), ঝর্ণা খাতুন(৪০), রেহানা খাতুন(৪৮), রোজিনা খাতুন(২৫), জাহানারা খাতুন(৬৫), দেওভোগ গ্রামের হাছান আলী(৩৫), খলিশাদহ গ্রামের রফিকুল ইসলাম(৪০), গোপালনগর গ্রামের রহিমা খাতুন(৪০), থানাপাড়া গ্রামের আমির হামজা(৫০), মৃধাপাড়া গ্রামের রেশমা খাতুন(২৫), রাউৎনাগধাপাড়া গ্রামের আজিজুল হক(৪০), পাচুরিয়াপাড়া গ্রামের আজির উদ্দীন(৭৫) ও টিয়ারপাড়া গ্রামের আলহাজ(৩৫), সজল(৭), আছমা খাতুন(৩০) উল্লেখযোগ্য। হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার খলিলুর রহমান জানায়, ঝড়ে আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এরূপ ভয়াবহ ঘূর্ণীঝড়ে এ উপজেলার ৮৩টি গ্রামের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, সাভার, রুলদহ, খলিশাদহ, টিয়ারপাড়া, মৃধাপাড়া, দেওভোগ ও কাশীপুর গ্রাম। এক বেসরকারী জরিপে জানাগেছে, ক্ষতির পরিমাণ ২কোটি টাকা। এ ভয়াবহ ঘূর্ণীঝড়ে টেলিফোন ও বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় ১০ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি। তবে ঝড়ের পর ঐ দিন সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার ও নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন ক্ষতিগ্রস্থ গ্রামগুলি ঘুড়ে দেখেন। এ সময়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম তাদের সঙ্গে ছিলেন।