শৃঙ্খলা ভঙ্গে আ.লীগের ৪ নেতা বহিষ্কার
টাঙ্গাইল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলে আওয়ামী লীগের চার নেতাকে বহিস্কার করা হয়েছে।
শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মল্লিককে শোকজ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামছুজ্জামান পাশা, শহর আওয়ামী লীগের সহ সভাপতি ছানোয়ার হোসেন ছানা, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক ও যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান আতিক।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বহিষ্কারের চিঠি কেন্দ্রে পাঠানো হবে।’
ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ার বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, গত ৪ মে দুপুরে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে জেলার ১০ নেতাকর্মী আহত হন। ওই কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।