সাপাহারে মোটর সাইকেলের ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুস সামাদ (৬৫) নামের সাইকেল আরোহী এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত্রী ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর গেটের সামনে মেইন রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে উপজেলার ফুরকুটি ডাঙ্গা গুচ্ছগ্রাম আ.ন.ক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ওই রাতে বাই সাইকেল যোগে উপজেলার পার্শ্বে মানিকুড়া গ্রামে তার শশুর বাড়ী যাচ্ছিল। রাস্তায় তিনি হাসপাতাল মোড়ে পৌঁছে ডান দিকে মোড় নিলে হঠাৎ পিছন হতে একজন মোটর সাইকেল আরোহী তাকে ধাক্কা মেরে দ্রুত সরে পড়ে। এসময় মোটর সাইকেলের ধাক্কায় শিক্ষক আব্দুস সামাদ পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেললে উপস্থিত লোকজন তড়ি ঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মহুর্তে তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক রাতেই দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত আব্দুস সামাদ মাষ্টার উপজেলার মির্জাপুর ফকির পাড়া গ্রামের মৃত আমির উদ্দীন সরকারের পুত্র, ২০১৫সালের ১জুন মাসে তিনি উক্ত বিদ্যালয় হতে অবসরে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। মৃত্যুর পর তিনি স্ত্রী, ২ পুত্র ২কন্যা নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল ৫টায় জানাজা নামাজ শেষে ফকিরপাড়া গ্রামে তার মর দেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।