খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছে নেতা-কর্মীরা
ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা আদায়ে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে আজ রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির গণমিছিল মগবাজার গিয়ে শেষ হবে।
যুগপৎ গণমিছিলে অংশগ্রহণ করার লক্ষ্যে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছে নেতা কর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হচ্ছে।
১৩ স্পটে জমায়েতের পর বিএনপির গণমিছিল : বিএনপির গণমিছিল ১৩টি স্পট থেকে বের হবে। মূল মিছিল শুরু হবে দুপুর আড়াইটায় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে তিনজন ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া মূলদল, অঙ্গ ও সহযোগী এবং পেশাজীবী সংগঠনের জন্য মিছিলের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে সমন্বয় করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে গণমিছিলকে কেন্দ্র করে মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।