শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মসিয়ার রহমান কাজল, বেনাপোল : “অন্ত্মর্ভূক্তীমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখি পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” প্রতিপাদ্যে যশোরের শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মদ তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসাইন, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এসময় প্রধান শিক্ষক রোকনুজ্জামান খান, শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর শিশু থেকে ৫ম শ্রেনি পর্যন্ত্ম ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *