ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০
ঢাকা : বর্ষবরণে টিএসসিতে যৌন নিপীড়কদের শাস্তিসহ ৬ দফা দাবিতে ‘পাল্টা আঘাত’ কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের নেতাকমীদের ওপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এতে সংগঠনটির সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এর মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দুপুরে মধুর ক্যান্টিন থেকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ডিএমপির সদর দপ্তরের উদ্দেশে যাত্রা শুরু করে। তারা মৎস্য ভবন হয়ে মিন্টো রোডের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে জলকামান ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। ছাত্ররাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। শুরু হয় সংঘর্ষ।
এসময় পুলিশের লাঠির আঘাতে সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকি আক্তারের মাথা ফেটে যায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।