“ভোলাহাটে আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি” বিষয়ক কর্মশালা ২০১৫ অনুষ্ঠিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে এ্যাগ্রো প্রোডাক্টস্ বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধি বিষয়ক কর্মশালা ২০১৫ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে একদিনের কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি ও আম বিষয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ডঃ সাইফুর রহমান উপ-পরিচালক হর্টি কালচার সেন্টার, ডাঃ জমির উদ্দীন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, ডঃ আজিজুর রহমান সদর উপজেলা কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ, মুনজুরুল হুদা উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম। আম ফাউন্ডেশনের সহসভাপতি সহ:অধ্যাপক আমিনুল হকের সঞ্চালনায় কর্মশালার দ্বিতীয় পর্যায়ে চা বিরতীর পর ৩জন বৈজ্ঞানিক স্থানীয় আমপল মালিক ও চাষীদের আম উৎপাদনে আরো বিশেষ ভালো ফলফলের জন্য ইলেক্ট্রনিক্স প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে আলোকপাত করেন এবং তা অনুষ্ঠানে উপস্থিত প্রধান, বিশেষ অতিথি ও সুধীজনসহ আমফল মালিক ও আমচাষীদের সুক্ষভাবে অভিহিত করা হয়।