ঝিনাইদহ হতে হত্যাচেষ্টা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
মশিউর রহমান : গত ১৫ জুন ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক বিরোধের জের ধরে পূর্ব হতেই ধৃত আসামীসহ সহযোগী আসামীরা যোগসাজসে বাদীকে খুন জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৫ আগষ্ট ২০২২ তারিখে রাত ১১:৩০ ঘটিকার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ধৃত আসামীসহ সহযোগী আসামীরা বাদীর উপর বেআইনী জনতাবদ্ধভাবে দেশীয় তৈরী রামদা, চাপাতি ও লোহার রড দিয়ে এলোপাথারি আঘাত করে গুরুতর জখম ও রক্তাক্তসহ হত্যা চেষ্টা করে। এ সময় উপস্থিত স্বাক্ষীগণ ভিকটিমকে উদ্ধারপূর্বক ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে ভিকটিম গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে ঝিনাইদহ সদর একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
অদ্য ২১ আগষ্ট ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহের উক্ত আভিযানিক দলটি গোপন তথ্যের ভিত্তিতে, উক্ত হত্যা চেষ্টাকারী মামলার অন্যতম পলাতক আসামী মিলন এর অবস্থান নিশ্চিত করে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ১০:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন মুজিব চত্ত্বর এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারে অভিযুক্ত অন্যতম পলাতক আসামী ১। এনামুল কবির মিলন(৪৫), পিতা- মৃত আবু বক্কর জোয়ার্দ্দার, সাং- রতনহাট, থানা- সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।